২৩ অক্টোবর ২০২৫

 নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, বোয়ালখালীতে আনন্দ মিছিল

দক্ষিণ চট্টগ্রামের বহুদিনের প্রত্যাশা নতুন কালুরঘাট সেতু অবশেষে বাস্তব রূপ নিতে যাচ্ছে। বুধবার (১৪ মে) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এই সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্য দিয়ে বোয়ালখালী-পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণের পথে এক ঐতিহাসিক অগ্রগতি হলো।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পরদিন বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় সেতুর পশ্চিম প্রান্ত থেকে পূর্বপাড় পর্যন্ত একটি আনন্দ মিছিল বের করে বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ ও বোয়ালখালী নাগরিক সমাজ। মিছিল শেষে পূর্বপাড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক মুস্তফা নঈম। সাংবাদিক মোহাম্মদ আলীর সঞ্চালনায় বক্তৃতা দেন কলামিস্ট ও প্রকাশক সৈয়দ জাকির হোসাইন, সাংবাদিক মনজুর মোরশেদ, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, বিএনপি নেতা শহীদুল্লাহ চৌধুরী, এস এম সেলিম, মোহাম্মদ রফিক, হাজী আবু আকতার, আ ন ম ইলিয়াস, নুরুল আবসার, ফায়াজ মেহের, ইব্রাহিম তালুকদার, গোলাম হোসেন নান্নু, ইব্রাহিম চৌধুরী মানিকসহ অনেকে।

বক্তারা বলেন, “কালুরঘাট সেতু না থাকার কারণে অতীতে বহু অসুস্থ রোগী শহরে পৌঁছাতে না পেরে সেতুর পূর্ব প্রান্তেই মৃত্যুবরণ করেছেন। দীর্ঘ আন্দোলনের পর আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন নিঃসন্দেহে ঐতিহাসিক। যারা এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং যারা আর আজ বেঁচে নেই, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা।”

সেতু নির্মাণের জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, সড়ক সেতু ও রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ফউজুল কবির খানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান বক্তারা।

তাঁরা আরও বলেন, “এই সেতুর মাধ্যমে বোয়ালখালী-পটিয়া অঞ্চলে শিল্পায়ন, পর্যটন এবং সামগ্রিক উন্নয়নের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শুরু হোক এবং তা যেন নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হয়।”

সমাবেশ থেকে আহ্বান জানানো হয়, বোয়ালখালীর সব মসজিদে জুমার খুতবায় শুকরিয়া আদায়ের পাশাপাশি সেতুর নির্মাণকাজ সুন্দরভাবে সম্পন্নের জন্য বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করতে। অন্য ধর্মাবলম্বীদের প্রতিও প্রার্থনায় রাখার অনুরোধ জানানো হয়। সভার শেষ অংশে মুনাজাত পরিচালনা করেন মোহাম্মদ সেলিম।

সেতু নির্মাণের এই ঘোষণা ও কার্যক্রম বোয়ালখালীসহ পুরো দক্ষিণ চট্টগ্রামের মানুষের কাছে এক নতুন আশার আলো হয়ে এসেছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন