বাংলাধারা বিনোদন »
খুব শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে তরুণ মডেল গাজী মোহমীন অভির অভিনীত নতুন মিউজিক ভিডিও ‘ও প্রিয়া রে প্রিয়া’। এম টি মিউজিকের ব্যানারে গানটি শুক্রবার (১১ সেপ্টেমবর) তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে দর্শকদের জন্য প্রকাশ হবার কথা রয়েছে।
কণ্ঠশিল্পী মনজুরুল ফারুকের গাওয়া গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ইমরুল কায়েস এবং সহযোগী পরিচালক হিসাবে ছিলেন ওয়াসি খান।
ওয়াসি খান জানালেন, ভিডিওতে অভির বিপরীতে অভিনয় করছেন সুমী বিশ্বাস ও আলভী। ‘ও প্রিয়া রে প্রিয়া’ রোমান্টিক ঘরানার গান। গানের মিউজিক ভিডিওতেও সেই চিত্র তুলে ধরা হয়েছে। অন্যদিকে গানের মডেল অভি তাল মিলিয়ে অভিনয় করেছেন। গানটি নিয়ে আমরা আশাবাদী।
গাজী মোহমীন অভি এর আগেও সল্পকিছু কাজ করলেও তেমন আশানুরূপ সাড়া না পেলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন এই গানটি মানুষের মনে দাগ কাটবে। এ প্রসঙ্গে অভি বলেন, ফারুক ভাইয়ের গাওয়া ও ইমরুল কায়েস ভাইয়ের মতো গুণী মানুষের গানে মডেল হতে পেরে উচ্ছ্বসিত আমি। মিউজিক ভিডিওটিতে গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে ব্যতিক্রমী কিছু দৃশ্যায়ন রাখা হয়েছে। এটিকে আমার ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট ভাবছি। আশা করছি ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।
বাংলাধারা/এফএস/ইরা













