বিনোদন ডেস্ক »
নতুন গান নিয়ে হাজির হলেন গায়িকা-অভিনেত্রী আর্শিনা প্রিয়া। গানের শিরোনাম ‘সোনার খাঁচা আজ খালিরে’। গণির কথা-সুরে গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।
গানটি গাওয়ার পাশাপাশি এর ভিডিওতেও পারফর্ম করেছেন আর্শিনা। তার বিপরীতে রয়েছেন রাসেল।
আর্শিনা প্রিয়া বলেন, দেশের বাইরে থাকলেও গানের প্রতি ভালোবাসা থেকেই গান করার চেষ্টা করে যাই। আমার ইউটিউব চ্যানেলেই গানটি প্রকাশ করেছি। আশা করছি ভালো লাগবে সবার।













