২৪ অক্টোবর ২০২৫

নতুন দলে যোগ দিতে পদত্যাগ: রাজপথে থাকার ঘোষণা নাহিদ

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজপথে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেই অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের স্বপ্ন দেখি, তা বাস্তবায়নের জন্য রাজপথে ছাত্র-জনতার সঙ্গে থাকা বেশি জরুরি। সরকারে থেকে নয়, বরং সরকারের বাইরে থেকে এই আন্দোলনকে সংহত করাই এখন আমার প্রধান লক্ষ্য।”

তিনি আরও জানান, গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত ৮ আগস্ট তিনজন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। জাতীয় নিরাপত্তা এবং গণআন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এটি প্রয়োজন ছিল। তবে সাড়ে ছয় মাসের মধ্যে সরকার স্থিতিশীলতা অর্জন করলেও প্রত্যাশিত ফল মেলেনি বলে মনে করেন তিনি।

পদত্যাগের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সারজিস নামের একজন নেতা। তিনি ফেসবুকে নাহিদ ইসলামকে ট্যাগ করে লেখেন, “এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম সহযোদ্ধা।”

আরও পড়ুন