১১ ডিসেম্বর ২০২৫

নতুন দুই সহকারী প্রক্টর পেল চবি

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন দুইজন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে প্রথম কোন নারী সদস্য স্থান পেয়েছেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম ইসলাম লিজা ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইয়াকুব।

সোমবার (৮ জুলাই) উপাচার্যের রুটিন দায়িত্ব থাকা উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এ নিয়োগ দেন।

আজ থেকেই এ নিয়োগ কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ।

তিনি জানান, সহকারী প্রক্টর হিসেবে মরিয়ম ইসলাম লিজা ছাড়াও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এয়াকুব এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন