চট্টগ্রাম ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী বলেন, তরুণ প্রজন্মকে স্মার্ট উদ্যেক্তা হিসেবে গড়ে তুলতে সার্বিক সহযোগিতা করে যাবো। চাকরির পেছনে তাদের ঘুরতে হবেনা। বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে খুঁজে নেবে।
রবিবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রামের বোয়ালখালীতে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, তরুণ প্রজন্মদের মধ্যে যে ইচ্ছা ও মেধা রয়েছে তা কাজে লাগানোর অনেক ক্ষেত্র রয়েছে। তাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ সুবিধা দিতে পারলে দক্ষ জনশক্তিতে তৈরি হয়ে উঠবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো জহুরুল ইসলাম জহুর, আ’লীগ নেতা শেখ শহিদুল আলম, পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, মো. জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন আবু, মো. রফিক, মো আজগর, মো. ইব্রাহীম, সাইদুল আলম, সরোয়ার আলম, বেলাল মো সাইফুদ্দিন, মঈনুদ্দিন বাদল, গিয়াস উদ্দিন সুমন, একরামুল হক মুন্না, মাহবুবুল হক রাসেল, হেলাল উদ্দিন ও মাহমুদুল ইসলাম সাকিব।













