৪ নভেম্বর ২০২৫

নতুন বইয়ের ঘ্রাণে মেতেছে ‘হাজী আলিম উদ্দিন স্কুল’র শিক্ষার্থীরা

নতুন বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত কর্ণফুলী উপজেলার খোয়াজ নগরের হাজী আলিম উদ্দিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। নতুন বইয়ের ঘ্রাণে যেন মেতে উঠলো তারা। এদিন প্রথম থেকে নবম শ্রেণির প্রায় চার শতাধিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

সোমবার (১ জানুয়ারি) হাজী আলিম উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ইসলামের  সভাপতিত্বে স্কুল প্রাঙ্গণে এ বই উৎসব অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন, ঝরে পড়ার হার রোধে ২০১০ সাল থেকে প্রতিবছর ১ জানুয়ারি ‘বই উৎসব’ পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এই প্রতিষ্ঠানকে আরো উন্নত করার জন্য শিক্ষকমণ্ডলী, অভিভাবকসহ সবাইকে একযোগে কাজ করার আহ্বান করেন।

বই উৎসবে প্রধান শিক্ষক অনামিকা পাল বক্তব্যে বলেন, আমাদের সময়ের অনেক টাকা দিয়ে বই কিনে তারপর পড়াশোনা করতে হয়েছে। কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া হচ্ছে।

বই উৎসবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক সুমন, স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও শিক্ষক-শিক্ষকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বেলুন উঠিয়ে উদ্বোধনের মধ্য দিয়ে বই উৎসব শুরু হয়।

আরও পড়ুন