২৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের দুই মন্ত্রী; নওফেলের ‘প্রমোশন’

নতুন মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে মন্ত্রী হচ্ছেন দুই সংসদ সদস্য। পূর্বের মন্ত্রিসভার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ পুনরায় মন্ত্রী ও উপমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তালিকা সাংবাদিকদের জানান। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে।

নওফেলসহ শপথের ডাক পেলেন ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী

মন্ত্রিপরিষদ সচিব জানান, আজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়োগ করেন এবং তাকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতির সম্মতি নিয়ে প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভা গঠন করেছেন।

মন্ত্রিপরিষদ সচিবের কাছ থেকে ফোন পাওয়ার কথা জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, `মন্ত্রিপরিষদ সচিব মহোদয় আমাকে ফোন করেছেন। তবে কোন মন্ত্রণালয়ের জন্য সেটা জানানো হয়নি।`

নতুন শিক্ষা কারিকুলাম পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মহিবুল হাছান চৌধুরীকে শিক্ষা মন্ত্রণালয়ে রাখা হবে বলে ধারণা করছেন অনেকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদে বসেন মহিউদ্দিনপুত্র নওফেল। ২০১৯ সালে সরকারের শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে মন্ত্রিসভায় প্রথম যুক্ত হন রাঙ্গুনিয়ার এমপি ড. হাছান মাহমুদ। ছয় মাস পরে দপ্তর বদলিয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। একই বছরে ওই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী করা হয় তাঁকে। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বভার পান আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

 

আরও পড়ুন