বাংলাধারা বিনোদন »
লাক্স তারকা বিপাশা কবির। মিডিয়াতে পথ চলা শুরু তখন থেকেই। নির্মাতা শাহিন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ ছবিতে আইটেম গান দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর প্রায় ৫০টির বেশি ছবির আইটেম গানে পারফর্ম করেছেন। আইটেম গানের পাশাপাশি নায়িকা হিসেবেও কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রে। শুধু চলচ্চিত্রেই নয় নিজের দক্ষতার সাক্ষর রেখেছেন মিউজিক ভিডিওতেই। সেই ধারাবাহিকতায় আবারো নতুন একটি মিউজিক ভিডিওর কাজ শুরু করছেন বিপাশা।
বুধবার সাকালে মিউজিক ভিডিওটির শুটিংয়ের জন্য কক্সবাজার গিয়েছেন এই লাক্স তারকা। সেখানেই বিভিন্ন লোকেশনে গানটির দৃশ্যায়ন হবে। মিউজিক ভিডিওর গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী ন্যান্সি ও শুভ খান।
গানটি পরিচালনা করেছেন আসাদুজ্জামান আজাদ এবং প্রডিউস করেছেন শিখা খান মৌ।
বিপাশা বলেন, করোনার জন্য বেশ অনেক দিন কাজ করা হয়নি। তবে এখন আবার নতুন করে কাজ শুরু করেছি। আসতে আসতে আবার সব কিছু গুছিয়ে নিচ্ছি।
এদিকে, সম্প্রতি বিপাশা শুটিং শেষ করেছেন রোমান্টিক থ্রিলারধর্মী ওয়েব ফিল্ম ‘সোলমেট’এর। ওয়েব ফিল্মটিতে বিপাশা জুটি বেঁধেছেন সাঞ্জু জন ও তাসকিন এর সাথে। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা বাপ্পি খান।
বাংলাধারা/এফএস/ইরা













