বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সংযোজন হতে যাচ্ছে ‘জাতীয় নাগরিক পার্টি’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত এই দল আগামীকাল ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।
দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদ ইসলাম, আর সদস্যসচিব পদে থাকবেন আখতার হোসেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
দলের গঠনতন্ত্র ও নেতৃত্ব নিয়ে আয়োজিত সভায় নাহিদ ইসলাম ও আখতার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় শীর্ষ পদে নির্বাচিত হন। এছাড়া, প্রাথমিকভাবে হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে মনোনীত করা হয়েছে।
শীর্ষ নেতৃত্বে আরও থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও আবদুল হান্নান মাসউদ। তবে দলের পূর্ণাঙ্গ নেতৃত্ব কাঠামো চূড়ান্ত করতে আজ রাতে আরেকটি সভা হতে পারে বলে জানা গেছে।
নতুন রাজনৈতিক দলের সদস্যসচিব আখতার হোসেন এক ভিডিও বার্তায় দেশবাসীকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,
“আমরা রাজনীতিতে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেব। দলমত, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করব।