২৯ অক্টোবর ২০২৫

‘নবাব এলএলবি’ নিয়ে প্রেক্ষাগৃহে শাকিব

বাংলাধারা বিনোদন  »

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চিত্রনায়ক শাকিব খান নতুন সিনেমা ‘নবাব এলএলবি’ আসছে প্রেক্ষাগৃহে। আগামী ২৫ জুন দেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। পরিচালক অনন্য মামুন ও শাকিব খান এমন তথ্য জানিয়েছেন।

সবশেষ শাকিব অভিনীত নতুন সিনেমা মুক্তি পেয়েছিল গেল বছরের ৬ মার্চ ‘শাহেনশান’। এরপর হাতে গুনে ৪৭৬ দিন পর মুক্তি পেতে যাচ্ছে এই চিত্রনায়কের নতুন সিনেমা।

জানা গেছে, একাধিক বির্তক শেষে ৯ মিনিট ৪৩ সেকেন্ড কেটে সিনেমাটি সিনেমা হলে মুক্তির জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের অনুমোদন দিয়েছে।

গেল বছরেরে ১৬ ডিসেম্বর দেশের প্রথম সিনেমা হিসেবে ওটিটি প্লাটফর্মে আই থিয়েটারে মুক্তি পায়। এরপর সিনেমাটির সংলাপে পুলিশকে ‘হেয় করার’ অভিযোগে পর্নোগ্রাফি আইনে এক মামলায় সিনেমাটির পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই মামলায় আটকের ১৮ দিন পর মুক্তি পান তাঁরা। 

সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এ ছাড়া অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ারসহ অনেকেই।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন