২৫ অক্টোবর ২০২৫

নভেম্বরে কাঠ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

শাহ আব্দুল্লাহ আল রাহাত»

আগামী নভেম্বর মাসে আমদানিকৃত কাঠ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস । আমদানিকৃত প্রায় ১৪ কোটি টাকা দামের এসব জ্বালানী কাঠ নিলাম করবে দেশের বৃহৎ শুল্ক স্টেশনটি।

নানা আমলাতান্ত্রিক জটিলতায় চট্টগ্রাম বন্দরে প্রায় ৭ হাজার কন্টেইনার কাঠ জমা পড়ে আছে।জমে থাকা বেশীরভাগই গর্জন গাছের কাঠ।আমদানিকরা এসব ব্যয়বহুল কাঠ খালাস করে নি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো।

কাস্টমস কর্মকর্তারা জানান,২০১২ সালে গুমতি টিম্বার কমপ্লেক্সে নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৫,৩৪১ টন কাঠ আমদানি করে। কাঠ গুলো খালাস না করায় চট্টগ্রাম কাস্টমস হাউস সেগুলো নিলামে তুলার ব্যবস্থা গ্রহণ করে।কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠান হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে।সেখানে প্রতিষ্ঠানটি নিলামে প্রত্যাশিত দাম না পাওয়া এবং প্লান্ট কোয়ারেন্টাইন স্টেশন থেকে অনুমোদন না পাওয়ায় বিষয়গুলো উল্লেখ করে।

এরপর হাইকোর্ট আমদানিকারকের পক্ষে রায় দেন এবং শুল্ক ও অন্যান্য চার্জ পরিশোধ করতে বলে। তারপরও প্রতিষ্ঠানটি কাঠ গুলো নেয় ‍নি।পরে কাঠ গুলো ২০১৮ সালে দুইবার এবং ২০১৯ সালে পাঁচবার নিলাম করা হয়। চট্টগ্রাম কাস্টমস হাউস নিলাম বিভাগের উপ-কমিশনার আলী রেজা হায়দার বলেন,অনেক গুলো ব্যয় বহুল কাঠ কাঠ কাস্টমস হাউসে বিশাল জায়গা দখল করে আছে।জায়গায় সংকুলান না হওয়ায় কাঠ গুলো সামনে নিলামে তুলা হবে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন