৩ নভেম্বর ২০২৫

নয় দিন পর চালু হচ্ছে বান্দরবান-রোয়াংছড়ি সড়ক যোগাযোগ

বান্দরবানের টানা ভারী বর্ষনের বন্যা ও পাহাড় ধসে পড়া কারণে বান্দরবান-রোয়াংছড়ি সড়ক যোগাযোগ বন্ধ ছিল। এখন সড়ক স্বাভাবিক হওয়াতেই টানা ৯ দিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে চালু হচ্ছে সড়ক বান্দরবান- রোয়াংছড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান -রাঙ্গামাটি-রোয়াংছড়ি বাসস্টেশনের লাইনম্যান মোঃ পারভেজ।

তিনি জানান, চলতি মাসের শুরুতে বান্দরবানের ভয়াবহ বন্যা ও ভারী বৃষ্টিপাতের কারণে সড়কের বিভিন্ন জায়গায় পানিতে তলিয়ে যায় এবং পাহাড়ধসে সড়কের বিভিন্ন স্থানে মাটির স্তুপ সৃষ্টি হওয়ায় বান্দরবান-রোয়াংছড়ি গাড়ী চলাচল বন্ধ ছিল। এখন বন্যার পানি নেমে যাওয়া এবং সড়কের উপর পাহাড় ধসের মাটি সরানো কাজ শেষে গাড়ী চলাচলের উপযোগী করা হয়েছে। তাই আগামিকাল বুধবার থেকে বান্দরবান- রোয়াংছড়ি স্বাভাবিকভাবে গাড়ী চলবে।

এর আগে ১৪ আগষ্ট বান্দরবান-রাঙ্গামাটি সড়কে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। তবে গত ৮আগষ্ট হতে সড়ক ভেঙে যাওয়ার কারনে বান্দরবান থেকে রুমা-থানচি গাড়ী চলাচল এখনো বন্ধ রয়েছে।

শৈল শোভা শ্রমিক ইউনিয়নের সভাপতি অমল কান্তি দাশ জানান, আজকে স্টেশনে নয়টি গাড়ী পাঠানো হয়েছে। আগামীকাল বান্দরবান হতে রোয়াংছড়ি গাড়ী স্বাভাবিক নিয়মে চলাচল করবে।

আরও পড়ুন