২৪ অক্টোবর ২০২৫

নাইক্ষ্যংছড়িতে হা‌তির আক্রম‌ণে বি‌জি‌বি সদস্যের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে রাতে টহলরত অবস্থায় বন্য হাতির আক্রমণে বর্ডার গার্ড বাংলাদেশের (১১বিজিবির) ভাল্লুক খাইয়া ক্যাম্প ইনচার্জ সুবেদার আব্দুল মন্নান (৪৮) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর ) রাতে এ ঘটনা ঘটে। নিহত বিজিবি নায়েক সুবেদার আব্দুল মন্নানের বাড়ি কুমিল্লা বলে জানা যায়।

বিজিবি সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ভাল্লুক খাইয়া নামক এলাকায় সীমান্তের ৪৭/৪৮ সীমানা এলাকায় টইলরত অবস্থায় বন্যহাতির কবলে পড়ে পায়ের চাপা পড়ে তিনি নিহত হন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, ‘তিনিও ঘটনার কথা শুনেছেন। খোঁজ-খবর নিয়ে বিস্তারিত জানাচ্ছি।’

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টানটু সাহা বলেন, ‘বন্যহাতির আক্রমণে বিজিবি সদস্য আহতের ঘটনা সঠিক। তবে মারা গেছে কিনা তিনি সঠিক বলতে পারেন না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস জানান, বন্যহাতির আক্রমণে এক বিজিবির সদস্যের মৃত্যুর খবর পে‌য়ে‌ছি। প‌রে বিস্তারিত বলা যা‌বে বলে জানান তিনি।

এ বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলেও মোবাইলে সংযোগ না পাওয়া কোনও বক্তব্য পাওয়া যায়‌নি।

আরও পড়ুন