২৬ অক্টোবর ২০২৫

নাজিরহাট মাদ্রাসার নতুন মতোয়াল্লী নুরুল ইসলাম জিহাদী

ফটিকছড়ি প্রতিনিধি »

ফটিকছড়ির ঐতিহ্যবাহী কওমী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া নছিরুল ইসলাম নাজিরহাট মাদরাসার নতুন মতোয়াল্লী নির্বাচিত হয়েছেন হেফাজনে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী। এসময় মাদ্রাসারটির শূরা কমিটিতে নতুন তিন সদস্যকে নিয়োগ দেয়া হয়।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ শূরার বৈঠক দুপুরের দিকে শেষ হয়।

আল্লামা জুনায়েদ বাবুনগরীর শূন্য পদে শূরার সদস্যদের ভোটে নাজিরহাট মাদ্রাসার নতুন মতোয়াল্লী নির্বাচিত হয়েছেন মাওলানা নুরুল ইসলাম জিদাহী। এসময় শূরা কমিটিতে নতুন তিনকে সদস্য করা হয়। তবে মাদ্রাসার পরিচালকসহ শূরা কমিটির সদস্যরা স্ব-স্বপদে বহাল থাকবে।’

শূরার নতুন সদস্যরা হলেন- হাটহাজারী মাদ্রাসার মাওলানা ইয়াহিয়া, হাটহাজারী মেখল মাদ্রাসার পরিচালক মাওলানা ওসলাম ও বিবিরহাট তালিমুদ্দিন মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি ওসমান।

এসময় বেঠকে হেফাজতের আমির মহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব নুরুল ইসলাম জিহাদীসহ শুরার সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে শুরা বৈঠক উপলক্ষে নাজিরহাট এলাকায় ফটিকছড়ি থানা পুলিশের একটি ফোর্সসহ জেলার অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

উল্লেখ্য, হেফাজতে ইসলামের প্রয়াত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী জামিয়া নাজিরহাটের সাবেক মতোয়াল্লী ছিলেন। গত ১৯ আগস্ট বাবুনগরীর মৃত্যুর পর এ পদটি শুণ্য হয়ে পড়ে। সেই শূন্যপদ পূরণে অবশেষে আজ সোমবার শূরা বৈঠক ডাকা হয়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন