২৩ অক্টোবর ২০২৫

নানা আয়োজনে কর্ণফুলিতে শহীদ দিবস উদযাপন

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করে সারাদেশের ন্যায় চট্টগ্রামের কর্ণফুলীতেও উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলার আবদুল জলিল চৌধুরী ডিগ্রী কলেজের শহীদ মিনারে উপজেলা প্রশাসন শ্রদ্ধা নিবেদন করেন। প্রশাসনের পাশাপাশি ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কর্ণফুলী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আ. লীগের সভাপতি ও চেয়ারম্যান ফারুক চৌধুরী সাধারণ সম্পাদক সোলাইমান তালুকদার।

এছাড়াও শহীদ দিবসের প্রথম প্রহরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে ফুলে ফুলে ভরে যায় কলেজ বাজারের শহীদ বেদি।

দিনের শুরুতে সকালে উপজেলা হলরুমে নির্বাহী অফিসার মাসুমা জান্নাতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এন এ ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নওশাদ মোর্শেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, উপজেলা মডেল ফায়ার সার্ভিসের কর্মকর্তা শোয়াইব হোসেন মুন্সিসহ প্রমুখ।

সভায় ফারুক চৌধুরী বলেন, বাংলা ভাষা আমাদের মর্যাদার প্রতীক। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলা ভাষার যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করে বিদেশী সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলা ভাষাকে রক্ষা করতে হবে।

আরও পড়ুন