নানা আয়োজনে চট্টগ্রাম কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ এবং একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় চট্টগ্রাম কলেজের একুশ উদযাপনের আনুষ্ঠানিকতা।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে চট্টগ্রাম কলেজের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নেতৃত্বে সকর শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীরা প্রভাতফেরিতে অংশ নেয়। সকাল সাড়ে ৮টায় কলেজ প্রসাশন, শিক্ষক পরিষদ ও বিভাগীয় প্রধানদের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা চট্টগ্রাম কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ১০ টায় শহীদ অবনী মোহন দত্ত অডিটোরিয়ামে শুরু হয় আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন, মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
চট্টগ্রাম কলেজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন-২০২৪ কমিটির আহবায়ক ও ইংরেজি বিভাগের অধ্যাপিকা নাজমা জলিলের সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো: কামরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার মালেক মজুমদার।
এছাড়াও আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজসহ আরও অনেকেই।
আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণ ও বাদ জোহর কলেজ মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।