২৪ অক্টোবর ২০২৫

নান্দনিক শব্দশিল্পী শামীম আকতারের ‘মাটির ওয়ারিশ’ প্রকাশনা উৎসব

কক্সবাজার প্রতিনিধি »

নান্দনিক শব্দ-শিল্পী, কবি শামীম আকতারের পঞ্চম গ্রন্থ ‘মাটির ওয়ারিশ’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় কক্সবাজার পৌরসভা সম্মেলন কক্ষে গ্রন্থের প্রকাশনা প্রতিষ্ঠান ‘তৃতীয় চোখ’র আয়োজনে শিক্ষাবিদ অধ্যাপক সমশ্বের চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য কবি ও কথা সাহিত্যিক অধ্যাপক ড. মোহীত উল আলম।

প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

এসময় বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক কবি ও গবেষক ড. মোহাম্মদ আবুল হোসেন (সুমন হায়াত), জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, কবি আদিল উদ্দিন চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, তৃতীয় চোখের সম্পাদক ও প্রকাশক আলী প্রয়াস, শব্দায়ন আবৃতি একাডেমীর পরিচালক জসিম উদ্দিন বকুল, কক্সবাজার শ্রুতি আবৃতি অঙ্গনের সভাপতি এডভোকেট প্রতিভা দাশ প্রমূখ উপস্থিত ছিলেন।

এপিপি এডভোকেট সাকী এ কাউসার, অধ্যাপক মকবুল আহমেদ, কবি আসিফ নূর ও অধ্যাপক শরমিন সিদ্দীকা লিমা বক্তব্য রাখেন।

মিনহাজ চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নীপা ভট্টাচার্য, সোহেল রানা ও মোহী বিশ্বাস।

উল্লেখ্য, ‘মাটির ওয়ারিশ’ ছাড়াও কবি, প্রাবন্ধিক ও সমাজকর্মী শামীম আকতার ইতিপূর্বে আরও চারটি বই লিখেছেন। আগামীতেও লেখালেখি অব্যাহত রাখতে সকল শুভানুধ্যায়ীর কাছে দোয়া কামনা করেন কবি শামীম আকতার।

আরও পড়ুন