কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ শিকারে যাওয়া জেলেদের জালে আটকেছে ২৫ কেজি ওজনের একটি কচ্ছপ।
সোমবার (১৬ মে) সকালের দিকে হোয়াইকং এলাকার নাফ নদী অংশে এই কচ্ছপটি জেলেরা পেয়েছে বলে জানিয়েছেন টেকনাফের হোয়াইক্যং বন রেঞ্জ কর্মর্কতা জহির উদ্দিন মোহাম্মদ মিনার চৌধুরী।
বন রেঞ্জ কর্মর্কতা মিনার চৌধুরী জানান, সোমবার ভোর থেকে টেকনাফের হোয়াইক্যং এলাকার নাফ নদীতে একদল জেলে মাছ শিকার করছিল। সকালে তাদের জালে ভারি কিছুর অস্তিত্ব পেয়ে কুলে তুলে আনে। দেখে তাদের জালে আটকেছে বড় একটি কচ্ছপ। পরে মেপে দেখা হয়। এটির ওজন প্রায় ২৫ কেজি।
তিনি আরো বলেন, খবরটি বনবিভাগের কাছে আসার পর দ্রুত ঘটনাস্থলে যান বনবিভাগের টিম। তারা কচ্ছপটি উদ্ধার করে সকাল ৯টার দিকে টেকনাফের বাহারছড়া সমুদ্র সৈকতে তা অবমুক্ত করে দেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সরোয়ার আলম বলেন, কাছিম ময়লা-আবর্জনা খেয়ে সমুদ্রকে পরিস্কার রাখে। জীববৈচিত্র রক্ষায় কাছিমকে প্রকৃতির ইকোসিস্টেম বলে উল্লেখ করা হয়। তাই কাছিমকে হত্যা নয় সংরক্ষণে সবার সহযোগিতার মনোভাব দরকার।













