কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে কেওড়া ফল আনতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু সহোদর। শুক্রবার (৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নাফনদীর হ্নীলা হোয়াব্রাং এলাকার মধ্যবর্তী কেওড়া বাগানের পাশের খাদে দুই শিশুর মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।
মারা যাওয়া সহোদরা হলো, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের আবু আহমদের দুই ছেলে মো. উসমান (৮) ও মো. জিহাদ (৫)।
হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, কেওড়া এক ধরণের লবণাক্ত সুস্বাদু ফল। নাফনদীর দুপাশের কিনারে কেওড়া বাগানে এসব ফল ফলে। স্থানীয় ভাবে কেজি ১০০-১৫০০ টাকায় বিক্রি করা যায়। ধারণা করা হচ্ছে হ্নীলার ওয়াব্রাং এলাকা দিয়ে নাফনদীতে কেওড়া ফল আনতে গিয়েছিল দুই সহোদর। অনেকক্ষণ বাড়ি না ফেরায় খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা তাদের দুজনকে মৃত অবস্থায় সেখানে পেয়েছে। তাদেরকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
নিহত শিশুদের পিতা আবু আহমেদ জানান, তার দুই শিশু সন্তান বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নাফনদীর দিকে যায়। ধারণা করা হচ্ছে তারা সাঁতার কেটে কেওড়া ফল নিতে বাগানে যেতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। খবর পেয়ে শিশুদের মরদেহ উদ্ধার করে প্রশাসনের অনুমতি নিয়ে মরদেহ দাপন করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, নাফনদীতে দুই শিশু সহোদরের মৃত্যুর ঘটনাটি জেনেছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ জানানো হয়নি।













