১ নভেম্বর ২০২৫

নাফ নদীতে নিখোঁজের একদিন পর জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার নাফনদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের একদিন পর জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে উখিয়ার পালংখালীর সংলগ্ন নাফনদীর তমব্রু নামক খাল থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে বলে নিশ্চিত করেন মৃতের বড় ভাই মোহাম্মদ কাসেম প্রকাশ কালু।

উদ্ধার আবুল কাসেম(৩২) উখিয়া উপজেলা পালংখালী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড পুটিবনিয়া গ্রামের মৃত সৈয়দ হোসাইন বৈদ্য’র ছেলে।

স্থানীয়দের বরাতে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার সকাল ৮টার দিকে জেলে আবুল কাসেম নাফনদীতে মাছ ধরতে যান। পরে খবর আসে তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তখন স্থানীয়রা ফায়ার সার্ভিসের লোকজনসহ সারাদিন তাকে নাফনদীর বিভিন্ন অংশে খোঁজ করা হয়। সন্ধ্যা হলে সবাই ফিরে যায়। পরবর্তীতে নাফনদীর তুমব্রু খাল এলাকায় তার মরদেহের খোঁজ মিলে। এরপর স্থানীয়দের নিয়ে পুলিশ নেখান হতে মরদেহটি উদ্ধার করে।

ওসি আরো বলেন, রবিবার বেলা ১০টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন