২৪ অক্টোবর ২০২৫

নাফ নদীতে পরিত্যক্ত নৌকায় মিলল বিপুল পরিমাণ আইস ও ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি »

পরিত্যক্ত নৌকায় মিয়ানমার থেকে আসা বিপুল পরিমাণ আইস ও ইয়াবা জব্দ করেছে বিজিবি সদস্যরা। কক্সবাজারের টেকনাফের নাফনদীর শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকার কিনারা থেকে এসব মাদক জব্দ হয় বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবি ব্যাট্যালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। পরিত্যক্ত কাঠের নৌকা থেকে মালিকবিহীন ২ কেজি ১৪১ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয় বলে উল্লেখ করেন তিনি।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক বলেন, শনিবার (৩ সেপ্টেম্বর) ভোর রাতে আড়াইটার দিকে খবর আসে মিয়ানমার হতে একটি বিশাল মাদকের চালান টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকছে। খবর পেয়েই শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৪ হতে আনুমানিক ১৫০ গজ দক্ষিণ-পূর্ব দিকে জালিয়াপাড়া অভিযান চালানো হয়।

এসময় বিশেষ টহলদল নাফ নদীর কিনারায় সন্দেহজনক একটি পুরাতন পরিত্যাক্ত কাঠের নৌকা দেখতে পায়। তা তল্লাশি করে পাটাতনের নীচে বিশেষ পদ্ধতিতে লুকায়িত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগ তল্লাশির পর ২ কেজি ১৪১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট মিলে। এসময় কাউকে পাওয়া না যাওয়ায় মালিকবিহীন হিসেবে এটি জব্দ দেখানো হয়।

অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরের জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে তা ধ্বংস করা হবে।

আরও পড়ুন