২৫ অক্টোবর ২০২৫

নাবালিকা শ্যালিকা খুনের আসামি ১২ বছর পর র‌্যাবের জালে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টার সময় বাধা দেওয়ায় নাবালিকা শ্যালিকাকে নির্মমভাবে হত্যার ঘটনায় ভগ্নিপতি নাসিরকে ১২ বছর পর আটক করেছে র‌্যাব। রোববার (২৮ মে) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত নাসির ফটিকছড়ির ভূজপুর এলাকার নূরু আহমদের ছেলে।

সোমবার (২৯ মে) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বলেন, ১২ বছর আগে সাবেক স্ত্রী দেলোয়ারা বেগমকে খুন করতে গিয়ে দেলোয়ারার ছোটবোনকে খুন করে আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায় নাসির। ঘটনার পরপরই পালিয়ে পার্বত্য চট্টগ্রামে চলে যায় নাসির। সে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নানা অনুষ্ঠান ও খাবার হোটেলে বাবুর্চির কাজ করতো। গ্রেফতারের ভয়ে এক জায়গায় বেশিদিন অবস্থান করতো না।

তিনি আরো বলেন, এ খুনের ঘটনায় দেলোয়ারা বর্তমান স্বামী শাহ পরানও জড়িত ছিলো। এই ঘটনায় দেলোয়ারার মা বাদী হয়ে শাহ পরান ও নাসিরকে আসামি করে ভূজপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে শাহ পরানকে পুলিশ গ্রেফতার করলেও জামিনে বের হয়ে পলাতক ছিলেন। ২০১৯ সালের ৯ এপ্রিল এই মামলায় শাহ পরানকে মৃত্যুদণ্ড ও নাসিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন নাসির। গত ২৬ মে রাউজানের নোয়াপাড়া থেকে শাহ পরানকে গ্রেফতার করি। গত ২৬ মে শাহ পরানকে গ্রেফতারের দুইদিন পর নাসিরের অবস্থানও শনাক্ত করা হয়। এরপর ২৮ মে লোহাগাড়ার চুনতি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

আরও পড়ুন