বাংলাধারা প্রতিবেদক »
কাট্টলী সার্কেল ভূমি অফিসে নামজারির কথা বলে সেবাগ্রহীতার কাছে টাকা নেওয়ার অভিযোগে একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার ( ২৭ জুন) কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক নিজ অফিস এলাকায় দালালবিরোধী অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
দণ্ডিত জানে আলম নগরীর পাহাড়তলী এলাকার বাসিন্দা। তিনি সরকারি ভূমি অফিসের ‘দালাল’ হিসেবে চিহ্নিত এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য লোকজনের কাছ থেকে টাকা আদায় করে হয়রানি করেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘সোমবার জানে আলম নামে এক দালাল এক সেবাগ্রহীতাকে নিয়ে আমার অফিসে আসেন। সেবাগ্রহীতা হাসিনা মমতাজের কাছ থেকে সরকারি ফির বাইরে অবৈধ অর্থের বিনিময়ে নামজারি করার বিষয়টি স্বীকার করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে অর্থদণ্ড দেওয়া হয় ও মুচলেকা নেওয়া হয়।’
জানে আলমের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে-মেয়ে ও মানবিকতার কথা বিবেচনায় তাকে জেল জরিমানার মতো কঠোর শাস্তি থেকে তাকে রেহাই দেওয়া হয়েছে বলেও জানান তিনি।












