চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সার কারখানা থেকে বহনকারী দক্ষিণ চট্টগ্রাম ট্রাক মালিক সমিতি রেজি: নং ১৯৬৮ এর উদ্যোগে নায্য ভাড়া বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে ট্রাকের মালিক, ড্রাইভার ও শ্রমিকেরা।
বুধবার (১৩) আগস্ট সকালে উপজেলার শাহাদাত নগর এলাকায় দক্ষিণ জেলা ট্রাক মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি নাছির মিয়ার সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির প্রধান উপদেষ্টা বারশত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ কাঞ্চন। বিশেষ বক্তা ছিলেন উক্ত সমিতির সদস্য মোহাম্মদ আবদুল করিম।
এসময় বক্তারা বলেন, বিগত ১৫ বছর যাবত আওয়ামী দোসরদের কাছে ট্রাক মালিক ও ড্রাইভার-শ্রমিকেরা জিম্মি ছিল।
গত ০৫ আগস্ট সরকার পতনের পরে ড্রাইভার ও শ্রমিকরা আন্দোলন করলে এতে দক্ষিণ চট্টগ্রাম ট্রাক মালিক সমিতি ও প্রশাসনের সাথে বৈঠক হয়, ওই সময় সেখানে সিদ্ধান্ত হয়েছিল ট্রাক মালিক ও ড্রাইভার-শ্রমিকদের নায্য ভাড়া বৃদ্ধি করে দিবে ঠিকাদারেরা। কিন্তু ১ বছর পার হয়ে গেলেও আওয়ামী দোসর ঠিকাদারেরা এখনো সেই বহাল তবিয়তে রয়েছে।
কিন্তু আমরা মালিক সমিতি প্রশাসনের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ড্রাইভার ও শ্রমিকদের বেতন বৃদ্ধি করেছি। কিন্তু ঠিকাদারেরা নায্য ট্রাক ভাড়া বৃদ্ধি না করায় আমরা ট্রাক মালিক ও ড্রাইভার-শ্রমিকেরা এই মানববন্ধন করতে বাধ্য হয়েছি।
এতে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের যৌক্তিক দাবি না মানে তবে আমরা আমাদের কর্মে ফিরব না। অনির্দিষ্টকালের জন্য ট্রাক চলাচল বন্ধ থাকবে।













