২৩ অক্টোবর ২০২৫

নারায়ণহাটে তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি ও নানা ষড়যন্ত্রের মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচন এবং গণতন্ত্রকে ব্যাহত করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিকেলে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন ৬টি ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে নারায়ণহাট বাজারে এই কর্মসূচি পালিত হয়।

প্রথমে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণহাট বাজার চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, “বর্তমান সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারেক রহমানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কটূক্তি ও অপপ্রচারের মাধ্যমে রাজনীতিকে কলুষিত করা হচ্ছে।”

তারা আরও বলেন, “সম্প্রতি মিটফোর্ডে ঘটে যাওয়া মর্মান্তিক একটি ঘটনাকে বিএনপির ওপর দায় দিয়ে অপরাজনীতি করার চেষ্টা করছে একটি দল। তার প্রতিবাদে আমরা আজ একত্রিত হয়েছি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা অতীতেও রাজপথে ছিল, এখনো আছে এবং আগামীতেও থাকবে।”

সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা অবিলম্বে তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে দোষীদের শাস্তি, অবনত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবসান এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন— ফটিকছড়ি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আরও পড়ুন