চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলার ঘটনায় নারীকে লাথি মারা জামায়াতে ইসলামীর বহিষ্কৃত কর্মী আকাশ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে শর্তস্বরূপ আগামী ১৫ জুন থেকে প্রতিদিন তাকে আদালতে হাজিরা দিতে হবে।
বুধবার (৪ জুন) চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক জামিন শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন।
গত ২৮ মে বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলা চালায় সদ্য গঠিত ‘এন্টি শাহবাগ মুভমেন্ট’। ওই সময় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আকাশ চৌধুরী পেছন থেকে এসে এক নারীসহ দুইজনকে লাথি মারছেন। ঘটনার সময় একজন পুলিশ সদস্যও সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু আকাশের হামলা থামাননি।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে জামায়াতে ইসলামী আকাশকে বহিষ্কার করে। ঘটনার তিনদিন পর, ২ জুন বিকেলে নগরের লালদীঘি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আকাশ চৌধুরীর জামিন হলেও তাকে প্রতিদিন আদালতে হাজিরা দিতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে।
এআরই/বাংলাধারা