২৩ অক্টোবর ২০২৫

নারীকে লাথি মারা বহিষ্কৃত সেই শিবির নেতা আকাশ ধরা

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে নারী নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় আলোচিত আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ জুন) বিকেল পৌনে ৩টার দিকে নগরীর লালদীঘি মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আকাশ চৌধুরী সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেচার উদ্দিন আহমেদ চৌধুরীর ছেলে। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী এবং জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সদস্য। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। এর আগে তিনি মুরাদপুর এলাকায় এক কর্মসূচিতে লাঠিপেটার ঘটনায়ও আলোচনায় আসেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম গণমাধ্যমকে জানান, গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আকাশকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, ২৮ মে বিকেলে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রজোট একটি কর্মসূচি আয়োজন করে। সেখানে ‘এন্টি শাহবাগ মুভমেন্ট’ নামের একটি নবগঠিত সংগঠনের কর্মীরা হামলা চালায়। এতে অন্তত ১৫ জন আহত হন। ঘটনার সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে আকাশ চৌধুরীকে হামলাকারীদের একজন হিসেবে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের পাশে দাঁড়িয়ে এক নারীকে পেছন থেকে লাথি মারছেন, পরে আরেকজনকেও একইভাবে আক্রমণ করেন। ভিডিওটি ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ঘটনার পর জামায়াতে ইসলামী এক বিবৃতিতে আকাশ চৌধুরীর সঙ্গে তাদের সম্পৃক্ততা স্বীকার করে জানায়, তিনি তাদের সাবেক কর্মী ছিলেন এবং এই ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন