কক্সবাজার প্রতিনিধি »
মানবিক সহায়তা সংস্থা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের ডিআর ও যুব স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার বলেন, নারী দিবস নারীদের জন্য বিশেষ দিন। তবে এইদিন যেন কেবল একটি দিবসে সীমাবদ্ধ না থাকে। প্রতিদিনই যেন আমরা নারীদের অধিকার ও মর্যাদা নিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে কথা বলার চর্চা করি।
বুধবার (৯ মার্চ) কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেম। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে অনলাইনে যুক্ত হন তিনি।
প্রধান অতিথি আরো বলেন, যেকোনে দূর্যোগে দ্রুত সাড়াপ্রদানের ক্ষেত্রে ইউনিটের যুব স্বেচ্ছাসেবকদের ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে নারী স্বেচ্ছাসেবক যারা নিজের জীবনে ঝুঁকি নিয়ে আর্তমানবতার সেবায় নিঃস্বার্থহীনভাবে কাজ করে যাচ্ছে।
‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’- এ প্রতিপাদ্যে দিনব্যাপি আয়োজনে বিশেষ অতিথির বক্তব্যে রেড ক্রিসেন্ট কক্সবাজার ইউনিটের সেক্রেটারি মো. খোরশেদ আলম বলেন, নারী স্বেচ্ছাসেবকরা পুরুষদের কাজকে অনেলাংশ এগিয়ে নিয়ে যান। কাজে আরো সাফল্য পেতে স্বেচ্ছাসেবক নারী-পুরুষদের মাঝে পেশাগত সম্পর্ক স্থাপন জরুরী। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক আচরণবিধিমালা এবং দিক নির্দেশনা মোতাবেক রাষ্ট্রীয় যেকোনো দূর্যোগে একসাথে কাজ করার আহবান জানান তিনি।

কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের নারী স্বেচ্ছাসেবক মেহেরুন জান্নাত নিসার সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে অংশগ্রহণ করেন ইউনিট লেভেল অফিসার ও সোসাইটির সহকারী পরিচালক আজরু উদ্দিন সাফদার ও কানাডিয়ান রেডক্রস ম্যানেজার-স্বাস্থ্য ডা. সুকন্যা প্রীতি।
প্রোগ্রাম অফিসার মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিটের যুব প্রধান আসিফ রায়হান কাফি। আরো বক্তব্য রাখেন, কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা ও সোসাইটির সহকারী পরিচালক আজরু উদ্দিন সাফদার, ইকোসেক প্রকল্পের কর্মকর্তা শোয়েব লিংকন, আরএফল প্রকল্পের কর্মকর্তা আশরাফুজ্জামান, ইউনিটের যুব স্বেচ্ছাসেবক মোহাম্মদ আবদুল্লাহ, রুবায়েত হোসেন রাফি, এলমুন নাহার, জেসমিন সুলতানা, কামরুন নাহার সুইটি, আসমা আহমেদসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে দিবসের তাৎপর্য ও গুরুত্বের উপর বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ী নারী স্বেচ্ছাসেবকদের মাঝে উপহারসামগ্রী প্রদান করা হয়।













