টানা দ্বিতীয় জয়ের মাধ্যমে নারী অনূর্ধ্ব-১৮ জাতীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম বিভাগ।
শুক্রবার (২৩ মে) সকালে ময়মনসিংহ বিভাগের বিপক্ষে ৫২ রানের দারুণ এক জয়ে জয়ার নেতৃত্বাধীন দল নিশ্চিত করলো শেষ চারের টিকিট। ‘খ’ গ্রুপ থেকে চট্টগ্রামই প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা লড়বে ঢাকা বিভাগের বিপক্ষে।
টসে জিতে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম। ওপেনার ইশা রহমান ও নুসরাত তন্নীর ধীরস্থির সূচনায় প্রথম ৫ ওভারে আসে ২৮ রান। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে বোল্ড হয়ে যান নুসরাত (১৮)। পরের ওভারে রানআউট হয়ে শূন্য রানে বিদায় নেন বিবি আয়েশা। তখন দলীয় রান ৩৪/২।
এরপর মাঠে নেমে লেকি চাকমা খেলেন ২৬ বলে ঝড়ো ৪০ রানের ইনিংস, যা দলকে টেনে নেয় মজবুত ভিত্তির দিকে। তবে লেকি ও ইশা (৩৭) আউট হওয়ার পর আবার ধাক্কা খায় দল। তবে শেষদিকে শারমিনের কার্যকর ২৭ এবং পূরবীর ৯ রানে ভর করে চট্টগ্রাম ২০ ওভারে তোলে চ্যালেঞ্জিং ১৫১ রান। বল হাতে ময়মনসিংহের মহিমা ২টি ও জান্নাত ১টি উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ময়মনসিংহ। ২০ ওভার ব্যাট করলেও তুলতে পারে মাত্র ৯৯ রান, হারায় ৪টি উইকেট। একমাত্র উল্লেখযোগ্য ইনিংস খেলেন শিরিনা খাতুন, যিনি অপরাজিত থাকেন ৫৯ রানে।
চট্টগ্রামের বোলিং আক্রমণে নেতৃত্ব দেন অধিনায়ক মেহেরুন্নেসা জয়া। নিজের ৪ ওভারে দেন মাত্র ১১ রান, সঙ্গে শিকার করেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া ১টি করে উইকেট নেন চিত্রিতা ও মিশু।
অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান ইশা রহমান। ৩৭ রানের পাশাপাশি বল হাতে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
দুই ম্যাচে দুই জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম বিভাগ। মেহেরুন্নেসা জয়ার দল এখন পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে অপেক্ষা করছে গ্রুপের শেষ ম্যাচ ও নকআউট রাউন্ডের জন্য।
এআরই/বাংলধারা