২৭ অক্টোবর ২০২৫

নারী উদ্যোক্তার গার্মেন্টসে ভবন মালিকের থাবা

নারী

চট্টগ্রাম নগরীর চাক্তাইয়ে ছবি সিকদার নামের এক নারী উদ্যোক্তার গার্মেন্টস কারখানায় ভবন মালিকের লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ছবি সিকদারের অভিযোগ ভবন মালিক চুক্তির বাইরে দ্বিগুণ ভাড়া দাবি ও পরবর্তীতে স্থানীয় সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের মাধ্যমে দিয়ে ফ্লোর ছাড়তে হুমকি দেওয়া শুরু করে। এরপরেও ফ্লোর না ছাড়ায় এক রাতে প্রতিষ্ঠানের তালা কেটে নিজেদের তালা লাগিয়ে দেয়। পরবর্তীতে ২০২৩ সালের ১৯শে অক্টোবর ছবি সিকদার ঢাকায় অবস্থান করায় রাতে ভবন মালিক সন্ত্রাসী বাহিনীর সাহায্যে গার্মেন্টসে লুটপাট চালায়। যেখানে ১৩০টি মেশিন, ৫০০ পিস রেডি জ্যাকেট, ১৫ রোল জ্যাকেটের কাপড়, বয়লার, জেনারেটরসহ বিভিন্ন এক্সেসরিজ ছিলো। যেসবের মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানান তিনি।

ভবন মালিক কর্তৃক গার্মেন্টস লুটপাটের অভিযোগ এনে এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের নিমিত্তে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রামের আলোচিত এই নারী উদ্যোক্তা। শুক্রবার (২৬শে এপ্রিল) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস. রহমান হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেন্স ফ্যাশন লিঃ এর স্বত্বাধিকারী ছবি সিকদার বলেন, পারিবারিক দারিদ্রতার কারণে বেশী লেখাপড়া করা সম্ভব হয়নি। স্কুলের গন্ডি পেরিয়ে একটা কর্মের সন্ধানে চট্টগ্রাম শহরে আসেন। একটি গার্মেন্টসে অপারেটর পদের একটি চাকরী নিয়ে কঠোর পরিশ্রম করে সেখানে দ্রুত পদোন্নতি পেয়ে সেখান থেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। ২০১৮ সালে চাক্তাই চাউল পট্টির রাবেয়া টাওয়ারের ২য় তলার ফ্লোর ২৫ হাজার টাকায় ভাড়া নিয়ে মাত্র ১৮-২০ টি মেশিন নিয়ে ক্ষুদ্র পরিসরে গার্মেন্টস ব্যবসা শুরু করে ২০২০ সালে ব্যাংক ও ব্যক্তিগত ঋণের মাধ্যমে ১২০ টি মেশিনসহ প্রায় দেড় কোটি টাকার প্রতিষ্ঠানে রূপান্তরিত করেন। ব্যবসা চাঙ্গা হওয়ায় ফ্লোর মালিক বজলের মাথায় খারাপ চিন্তার উদয় হলে তিনি দ্বিগুণ ভাড়া দাবি করেন এবং এক পর্যায়ে আমার প্রতাষ্ঠানে লুটপাট চালান।

তিনি আরও জানান, বিষয়টি স্থানীয় মহিলা কাউন্সিলর বেবী সমাধানের আশ্বাস দিলেও আজ-কাল করে কালক্ষেপণ করেন। বাকলিয়া থানায় মামলা করতে গেলেও কোন এক অদৃশ্য কারণে পুলিশ মামলা না নিয়ে কাউন্সিলরের সহযোগিতায় সমঝোতার পরামর্শ দেন।

এদিকে ভবন মালিক বলছেন ছবি শিকদারের কাছে তিনি ২৫ লাখ টাকা পান। পাওনা দিয়ে দিলে ছবি সিকদারের ৭২টি মেশিন ফেরত দেয়ার কথা ছবিকে জানান কাউন্সিলর বেবী।

সদ্য দাঁড় করানো গার্মেন্টস ব্যবসায় ভবনমালিকের থাবায় অসহায় অবস্থায় দিনযাপন করছেন ছবি সিকদার। একদিকে ব্যাংক লোন পরিশোধের চাপ, অন্যদিকে বায়ারের মালামালের মূল্য পরিশোধে ব্যর্থ হলে মামলার হুমকি। এছাড়া বেকারত্বের কারণে হতাশা দ্বিগুণ হচ্ছে এই উদীয়মান নারী উদ্যোক্তার।

উল্লেখ্য, একজন সাধারণ শ্রমিক থেকে অসীম সাহস নিয়ে উদ্যোক্তা হওয়ায় বিভিন্ন পুরষ্কার পান ছবি সিকদার। যার সংবাদ প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে ছাপানো হয়েছিলো।

আরও পড়ুন