২৩ অক্টোবর ২০২৫

নারী শিক্ষকের মাতৃত্বকালীন ছুটি নিয়ে অশোভন মন্তব্য, টিইও আবদুর রহমান ভূঁইয়া বদলি

চট্টগ্রামের আনোয়ারায় নারী শিক্ষকের মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত বিষয়ে অশোভন মন্তব্য করে বিতর্কের জন্ম দেওয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) আবদুর রহমান ভূঁইয়াকে কক্সবাজারের ঈদগাঁওতে বদলি করা হয়েছে। বুধবার (৯ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (প্রশাসন-০১) মোঃ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্ততিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তাঁকে ১৬ জুলাই ২০২৫ থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে। এবং এই বদলি প্রশাসনিক কারণে এবং এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।

এ বিষয়ে চট্টগ্রামের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, কিসের ভিত্তিতে বদলি করা হয়েছে আমি নিশ্চিত নই। তবে বেশ কিছুদিন আগে শিক্ষক হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা এসেছিল।

উল্লেখ্য যে, আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজনীন নাহারের মাতৃত্বকালীন ছুটির আবেদনের পর। ওই শিক্ষিকার স্বামী আনুষ্ঠানিকভাবে ছুটির আবেদন উপজেলা শিক্ষা অফিসে জমা দিলে অফিসার আবদুর রহমান ভূঁইয়া মন্তব্য করেন, “বাচ্চা নিতে হবে কেন?”—যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ভুক্তভোগী শিক্ষিকার স্বামী রায়হান উদ্দীন বলেন,একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন অশোভন মন্তব্য ও অসহযোগিতা কখনোই প্রত্যাশিত নয়।যখন বিষয়টি একজন নারী সহকর্মীর প্রেগন্যান্সির সাথে জড়িত। আমি হয়রানি ও অশোভন মন্তব্যের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছিলাম সকল ডকুমেন্টস সহ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো জানবেন এ বদলি কী কারণে হয়েছে।”

এই মন্তব্য নারী কর্মীদের প্রতি অবমাননাকর এবং দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেন অনেকে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশের পর বিষয়টি সরকারের উচ্চমহলে পৌঁছে যায় এবং তদন্ত সাপেক্ষে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন