৯ নভেম্বর ২০২৫

নাস্তার লোভ দেখিয়ে ছাত্র বলৎকার, মাদ্রাসা শিক্ষক ধরা কোতোয়ালীতে

বাংলাধারা প্রতিবেদক »

নগরের কোতোয়ালী থানা এলাকায় মাদরাসা ছাত্রকে নাস্তার লোভ দেখিয়ে বলৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে নগরের জয়নাব কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আটক ওই শিক্ষকের নাম মো. জোবাইর হোসেন (২৮)। তিনি রাঙ্গুনিয়ার কোদালা দক্ষিণ পাড়া এলাকার শামসুল আলমের ছেলে। জয়নাব কলোনির হযরত জয়নাব হেফজুল কোরআন নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে তিনি কর্মরত।

পুলিশ জানায়, ১২ বছর বয়সী মাদ্রাসার এক ছাত্র সাইফুল (ছদ্মনাম) প্রাইভেট পড়াতেন জোবাইর। চলতি মাসের ১১ তারিখ বিকাল ৫টায় প্রাইভেট পড়ানোর সময় নাস্তা খাওয়ানোর লোভ দেখিয়ে সাইফুলকে নিজের রুমে ডেকে নিয়ে বলাৎকার করে। পরে সাইফুল এ ঘটনা পরিবারকে জানালে তার মা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার (ওসি) জাহেদুল কবীর বলেন, ভুক্তভোগীর পরিবারের মামলার ভিত্তিতে বুধবার দুপুরে জয়নাব কলোনি থেকে শিক্ষক জোবাইরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। গ্রেফতারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ