২৬ অক্টোবর ২০২৫

নায়িকা হতে ১২ বছরের কন্যার নিরুদ্দেশ যাত্রা; উদ্ধার করলো পুলিশ

বাংলাধারা প্রতিবেদন »

১২ বছরের শিশু মিফতাউল জান্নাত মিথিলা। পড়ে নগরীর একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে। গত বছর লকডাউনের শুরু থেকে বিভিন্ন টিভি সিরিয়াল দেখে নিজেও নায়িকা হওয়ার ইচ্ছা জাগে। কিন্তু বড় বাধা পরিবার। কারণ, বাসায় বাবার কড়া ধর্মীয় অনুশাসন। কিন্তু সে তা মানতে পারছে না।

এরই মধ্যে এনিয়ে পরিবারে মা-বাবার সাথে ঝগড়াও হয় তার। তাই সিদ্ধান্ত নিল আর নয় বাসায় থাকা; নায়িকা হবার জন্য নিরুদ্দেশ যাত্রা। তবে সেই মোহ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

জানা যায়, ২৬ এপ্রিল বিকাল সাড়ে পাঁচটার দিকে ১২ বছরের মুনিয়া তার মা, বাবা ও বড় ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর সে নিজের ভুল বুঝতে পেরে খুলশী বাস্কেট সুপারমলের সামনে বসে কান্নাকাটি করছিল। এসময় এক পোশাককর্মী ইয়াছমিন (৩৫) তাকে দেখতে পেয়ে তার সাথে কথা বলে নিজের বাসায় আশ্রয় দেন।

পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম গণমাধ্যমকে জানান, ‘তার ব্যবসায়ী পিতা মেয়ে নিখোঁজের বিষয়ে ওই দিনই একটি জিডি করেন। এরপর থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি ফেসবুকেও তার ছবি দিয়ে উদ্ধার তৎপরতা চালায়।’

তিনি আরও বলেন, ‘আমরা জানতে পারি মিথিলা খুলশী থানার ওয়ারলেস ২নং কলোনি আরাফাতের কলোনিতে ইয়াসমিনের ভাড়া ঘরে আছে। ২৭ এপ্রিল রাতে পোশাককর্মী ইয়াছমিনের বাসা থেকে সুস্থ অবস্থায় মিফতাউল জান্নাত মিথিলাকে উদ্ধার করা হয়।’

ওসি হাসান ইমাম জানান, মা-বাবা ও ভাইয়ের বকা সহ্য করতে না পেরে আর নায়িকা হওয়ার স্বপ্নে অজানার পথে বাসা থেকে বের হয়েছিল বলে পুলিশকে জানিয়েছিল মিথিলা।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন