২৭ অক্টোবর ২০২৫

নিউইয়র্কে চার ছড়াকারকে ছড়াটে সম্মাননা প্রদান

নিউইয়র্কে ছড়া সম্রাট একুশে পদক প্রাপ্ত লেখক লুৎফর রহমান রিটন, ছড়া শিল্পী কবি ওমর কায়সার, ছড়া শিল্পী সয়ৈদ আল ফারুক ও ছড়াকার জিন্নাহ চৌধুরীকে ছড়াটে সম্মাননা প্রদান করা হয়েছে।

গত ২৫ মে নিউইয়র্কের স্টার কাবাব রেস্তোরাঁ মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।

শামস চৌধুরী রুশোর পরিচালনায় এতে বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত লেখক সাংবাদিক নাজমুন্নেসা পিয়ারি।

আরো উপস্থিতিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কবি শহীন ইবনে দিলওয়ার, কবি শিহাব শাহরিয়ার, ছড়া শিল্পী সজল আশফাক, মামুন জামিল, মৃদুল আহমেদ, মানিক রহমান, রাকিব হাসান ও জোৎস্না কায়সার।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ