‘কবি সময়ের বিবেক। তারা স্বপ্ন দেখেন, আমাদের স্বপ্ন দেখান’— দুই বাংলার সেরা কবিদের কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ হয়ে গেলো ৩২তম নিউ ইয়র্ক বাংলা বইমেলা ২০২৩ এ জ্যামাইকাতে।
মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে কবি সংগঠক মোশারফ হোসেনের পরিচালনায় এতে কবিতা পাঠ করেন কবি সুবোধ সরকার, বিমল গুহ, কণা বসু মিশ্র, ফারুক হোসেন, জাফর আহমদ রাশেদ, লুৎফর রহমান রিটন, আলফ্রেড খোকন, রোমেন রায়হান, মঈনুদ্দিন মুন্সী, শামস আল মমীন ও কাজল চক্রবর্তী হোসাইন কবির, জিন্নাহ চৌধুরী, শামস চৌধুরী রুশো, খালেদ শরফুদ্দিন, ফকির ইলিয়াশ,প্রমুখ।
গত শুক্রবার (১৪ জুলাই) কথাসহিত্যিক শাহাদুজ্জামান ফিতা কেটে উদ্বোধন করেন বই মেলার। এতে প্রধান অতিথি ছিলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডাক্তার সিতারা বেগম বীর প্রতীক। বইমেলায় বাংলাদেশ, ভারত, কানাডা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড থেকে বাংলা ভাষাভাষী প্রচুর কেখক শ্রোতা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি