বিনোদন ডেস্ক»
দৃশ্মের সাথে মানবজাতির সম্পর্ক প্রাগৈতিহাসিক যুগ থেকে।যুগান্তরের হাত ধরে আজ আমাদের হাতের মুঠোয় দৃশ্যের বাক্স বা স্মার্টফোন। সকালে ঘুম থেকে উঠে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি থেকে শুরু করে প্রায় সব শ্রেনি প্রথমে ঢু মারে ফেসবুক, ইউটিউব সহ নানা মাধ্যমে। কয়েক বছর আগেও যখন সপ্তাহে একদিন সবাই মিলে সিনেমা দেখা হতো এখন সারাদিনই দেখা হচ্ছে নানা কন্টেন্ট নানা সিনেমাটোগ্রাফি।
এর সাথে এখন নতুন সংযোজন ওটিটি প্লাটফর্ম। যে প্লাটফর্ম নানান সম্ভাবনা নিয়ে হাজির হচ্ছে নানান রকম কন্টেন্টের মাধ্যমে।
সুযোগ যেমন থাকে তেমনি থাকে প্রতিকূলতা। সারাদিন সোশ্যাল মিডিয়ার বাতাসে বাতাসে ভাসতে থাকা নানান রকম ভিডিও আমাদের করে মুগ্ধ। মুগ্ধতার রেশ কাটতে না কাটতে নতুন মুগ্ধতায় ভেসে যায় নেটিজেনরা। সারাদিন মুগ্ধ থাকা এই নাগরিক যাপনে সিনেমা বা নাটক কিভাবে রোল প্লে করবে তা আজকের দিনের নির্মাতাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সেই চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে এসেছে ওটিটি প্লাটফর্ম। বাংলাদেশের ওটিটি প্লাটফর্ম চরকি, বিঞ্জ , হইচই বাংলাদেশ সহ নানা প্লাটফর্ম নিউমিডিয়ার যুগের কন্টেট নিয়ে চালাচ্ছে নিরীক্ষা।
সেই নিরীক্ষারই অংশ হিসেবে ভিউয়াররা পেয়েছে কিছু ভিন্ন স্বাদের কন্টেন। শাটিকাপ কিংবা ঊনলোকিক এর ওয়েব সিরিজ বাংলা ওয়েব কন্টেন কে দিয়েছে এক নতুন মাত্রা। রাজশাহীর জনপদ থেকে উঠে আসা আটপৌরে আবহের মধ্যে শাটিকাপ তুলে ধরেছে সীমান্তের মাদক লেনদেন।

মনোজগৎ এর নানা ডিলেমা নিয়ে কিংবা মিস্ট্রি নিয়ে ঊনলোকিক এনেছে সেই ভিন্নতা যা সারাদিনের সোশ্যাল কন্টেন্টের সাথে রাখে পার্থক্য, অধৈর্য্য ভিউয়ারদের ধরে রাখে নতুন ধারার এই বর্ণনায়।













