বাংলাধারা প্রতিবেদক »
দুই দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি চট্টগ্রাম নগরীর ষোলশহরে নালায় পড়ে নিখোঁজ শিশু মো. কামালের। গত সোমবার দুপুরে নিখোঁজ হওয়া পর মঙ্গলবার বিকেল থেকে শিশুটিকে উদ্ধারে নামে ফায়ার সার্ভিস।
আজ বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের অভিযান শুরু হয়েছে। এর আগে গতকাল রাত ৮টার দিকে প্রথমদিনের উদ্ধার অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস।
বায়েজিদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভীর আহমদ বলেন, ড্রেনে ময়লা পরিমাণ বেশি থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করতে আমাদের বেগ পেতে হচ্ছে। আমরা এখন ময়লা সরানোর চেষ্টা করছি। আশা করছি, ময়লাগুলো সরাতে পারলে শিশুটিকে খুঁজে পাওয়া যাবে।
এর আগে গত ৩০ জুন নগরের ২ নম্বর গেটে মেয়র গলিতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা নালায় পড়ে যায়। এ ঘটনায় মারা যান অটোরিকশায় থাকা খতিজা বেগম ও চালক সুলতান।
গত ৫ আগস্ট মুরাদপুর মোড়ে সালেহ আহমদ নালায় তলিয়ে যান। এখনো তার খোঁজ মেলেনি। সবশেষ গত ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদ এলাকার একটি নালায় তলিয়ে মারা যান বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেহেরীন মাহবুব সাদিয়া।













