৮ নভেম্বর ২০২৫

নিখোঁজের ৩ দিন পর মিলল শিশুর ক্ষতবিক্ষত লাশ

বাংলাধারা প্রতিবেদক »

কক্সবাজারের মহেশখালীতে অপহরণের তিনদিন পর ৭ বছরের শিশু মাহিয়ার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় পাশের চকরিয়ার উপজেলার ডেমুশিয়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিশু মাহিয়া মাতারবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাইরার ডেইল গ্রামের আয়াত উল্লাহর কন্যা।

এর আগে বুধবার (৩০ নভেম্বর) সকালে দক্ষিণ সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় ওই শিশু। ছুটির পর বাড়ি ফিরে না আসায় মা-বাবা ও আত্মীয়-স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও পায়নি। পরদিন (১ ডিসেম্বর) এ ঘটনায় মহেশখালী থানায় জিডি করেন মাহিয়ার বাবা।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী বলেন, চকরিয়ার ডেমুশিয়া থেকে শিশু মাহিয়ার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন