৭ নভেম্বর ২০২৫

নিখোঁজের ৪০ ঘণ্টা পর কাপ্তাই হ্রদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি »

রাঙামাটির লংগদুতে শুক্রবার বিকেলে বালুভর্তি বোট ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার অন্তত ৪০ ঘণ্টা পর কলেজ শিক্ষার্থী রিটন ও এলিনা চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি ফায়ার সার্ভিসের এডি আবু জাফর।

নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শনিবার দিবাগত রাত তিনটার সময় রিটন এবং রবিবার ভোর ৬ টার সময় এলিনা চাকমাকে স্থানীয় জেলেদের মাধ্যমে খবর পেয়ে উদ্ধার করা হয়। নিহতরা উভয়েই শিজক কলেজের উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি’র শিক্ষার্থী বলে জানা গেছে।

এদিকে নিহতের মরদেহ উদ্ধারের পর পুলিশের একটি টিম মরদেহগুলো উদ্ধার করে লংগদু থানায় নিয়ে যায়।

লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল বলেন, আমাদের পুলিশ ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার অভিযানে প্রথম দিন থেকে ঘটনাস্থলে ছিলো।

জানা যায়, গত শুক্রবার (৪ নভেম্বর) দুপুর ৩টার দিকে বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা স্পিডবোট ও রাঙামাটি থেকে ছেড়ে আসা বালুভর্তি বোটের সাথে ধাক্কা লেগে স্প্রিডবোটটি দুমড়েমুচড়ে যায়। এসময় স্প্রিডবোটটিতে থাকা ৯ জন যাত্রীর সকলেই কাপ্তাই হ্রদে পানিতে পড়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে ৭ জনকে আহতাবস্থায় উদ্ধার করতে পারলেও রিটন ও এলিনা হ্রদের পানিতে তলিয়ে যায়।

স্প্রিডবোট চালকের খামখেয়ালীতেই এই দুর্ঘটনা ঘটেছে এবং স্প্রিডবোটে থাকা যাত্রীদের কারও পরনে জীবন রক্ষাকারী জ্যাকেট পরিধান ছিলোনা বলেও জানান স্থানীয়রা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ