কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কের পাহাড়ি ঢালার ভেতর থেকে এক টমটম (ইজিবাইক) চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ৯দিন আগে থেকে নিখোঁজ ছিলেন।
শনিবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে হোয়াইক্যং-শামলাপুর ঢালার ভেতর থেকে এ মরদেহ উদ্ধার হয় বলে নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।
টমটম চালক মোহাম্মদ (২০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড লেচুয়াপ্রাং শাহ আলম ওরফে বাদশা মিয়ার ছেলে।
মোহাম্মদের বড় ভাই আমির হোসেন জানান, গত ১২ জানুয়ারি সকালে টমটম নিয়ে মোহাম্মদ বাড়িতে থেকে বের হওয়ার পর রাতে আর বাড়িতে ফিরে আসেনি। রাতে বাড়িতে না ফেরায় তাকে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজা হয়েছে। সবর্শেষ শনিবার (২১ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে হোয়াইক্যং-শামলাপুর ঢালার ভেতর তার মরদেহ পাওয়া যায়।
তিনি আরও জানান, মরদেহ পাওয়ার পর দেখা যায় মোহাম্মদের হাতের আঙুল ও গলা কাটা।
টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম জানান, খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ হোয়াইক্যং-শামলাপুর ঢালার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করেন। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। কি ঘটনায় কেমন করে তার মৃত্যু হয়েছে সেই ক্লো বের করার কাজ চলছে। এ ঘটনায় আপাতত অপমৃত্যু মামলা করা হবে।