ক্যাম্পাস ডেস্ক »
নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পুরনে বাড়তি ফি আদায়ের অভিযোগে তুলেছে শিক্ষার্থীরা। কিন্তু ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের অভিযোগ আমলে নেয়নি কলেজ কর্তৃপক্ষ।
শনিবার (২১ আগস্ট) দুপুরে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সভাপতিত্বে জরুরি এক সভায় ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে ভর্তি ফি ২হাজার ৫শ টাকা মওকুফ করা হয়েছে।
জানা যায়, কলেজ কর্তৃক নির্ধারিত ১৩ হাজার ৯’শ টাকার মধ্যে ২ হাহার ৫’শ টাকা মওকুফ করা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের
ফরম পূরন করতে হবে ১১ হাজার ৪’শ টাকা জমা দিয়ে। এর মধ্যে বেতন ৬ হাজার টাকা, ভর্তি ফি দুই হাজার ৫০০ টাকা, বোর্ড ফি ২ হাজার ৩’শ টাকা এবং ইনকোর্স ৬শ’ টাকা ।
শিক্ষার্থীরা জানান, আমাদের আন্দোলনের ফলে যেটুকু মওকুফ করা হয়েছে তার জন্য মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, অধ্যক্ষ রফিক উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুঁইয়া’র নিকট কৃতজ্ঞ।
বাংলাধারা/এফএস/এআই













