৮ ডিসেম্বর ২০২৫

নিজেদের ভূবনে উড়লো খাঁচায় বন্দি বিভিন্ন প্রজাতির পাখি

কক্সবাজার প্রতিনিধি »  

কক্সবাজার শহরে অভিযান চালিয়ে জব্দ করা বেশ কয়েক জাতের পাখি মুক্ত আকাশে ছেড়ে দিয়েছে বন বিভাগ।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার উত্তর বন বিভাগের শহর এলাকার বিশেষ টহলদল শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে পাখিগুলো জব্দ করে সন্ধ্যার পর বিভাগীয় অফিসের মাঠে খোলা আকাশে অবমুক্ত করা হয়।

অবমুক্ত করা পাখির মাঝে ছিল, ১২টি মুনিয়া, ৩টি টিয়া ও ২টি ময়নাসহ বিভিন্ন প্রজাতির আরো বেশ কিছু পাখি।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম পাখিগুলো খোলা আকাশে অবমুক্ত করেন । এ সময় ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারি বন সংরক্ষক মো. সোহেল রানা ও বিশেষ টহল দলের ওসি শহর রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হকসহ অন্যান্য সহকর্মীরা উপস্থিত ছিলেন।

সহকারি বন সংরক্ষক মো. সোহেল রানা জানান, সম্প্রতি একটি অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে বিভিন্ন প্রজাতির পাখি কেনাবেচা করে আসছিল । কক্সবাজার বীচ এলাকায়, প্রধান সড়কে বিক্রি কালে খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের টিমকে দেখে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে গেলেও বেশ কিছু পাখি তারা ফেলে যায়। তা উদ্ধার করে বন হেফাজতে নেয়া হয়।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, অবৈধভাবে পাখি শিকার ও কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। পাখি প্রকৃতির বন্ধু। এদের ধরা এবং মেরে না খেতে সচেতনতা বাড়ানো দরকার। সবাই নিজ নিজ অবস্থান থেকে এটি না করলে শুধু মাত্র বনবিভাগের পক্ষে এটি রোধ সম্ভব নয়। এরপরও পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন