৩০ অক্টোবর ২০২৫

নিজের হাতে রান্না করে সাকিবের পরিবারের জন্য খাবার পাঠালেন প্রধানমন্ত্রী

বাংলাধারা প্রতিবেদন »

এবার সাকিবের পরিবারের জন্য নিজ হাতে রান্না করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই বিষয়টি প্রকাশ করেছেন সাকিব আল হাসান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এবং প্রধানমন্ত্রীর নিজ হাতে রান্না করা খাবারের ছবি পোস্ট করে ফেসবুকে সাকিব লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এত ব্যস্ত সময়ের মধ্যেও নিজ হাতে আমাদের জন্য রান্না করলেন। এর চেয়ে বড় পাওয়া আর হতে পারে না। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন যে, তুমি কী কী খেতে পছন্দ করো? তিনি বলেছিলেন, এগুলো তিনি নিজ হাতে রান্না করবেন এবং পাঠিয়ে দেবেন। এই মুহূর্তে মনে হচ্ছে, আমি যেন চাঁদের দেশে আছি। জীবনের সেরা খাবার ছিলো এটি। তিনি এত ভালোবাসা ও যত্ন নিয়ে যা করেছেন তার শুধু ধন্যবাদ দেয়াটা যথেষ্ট হবে না।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন