হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ড পূর্ব মন্দাকিনীতে আজম (২৬) নামের এক ব্যবসায়ীর গলা কাটা লাশ পাওয়া গেছে। মঙ্গলবার(০১ জুন) রাতে নিহতের নিজ দোকান থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত আজম উক্ত ওয়ার্ডের নজর মোহাম্মদ চৌধুরী বাড়ির মৃত মুক্তিযোদ্ধা শামসুল আলমের ছেলে। দোকানে তালা থাকায় নিহতের ভাই উপরের টিন খুলে গলা কাটা অবস্থায় নিহত আজমকে দেখতে পায়।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে সার্বিক তথ্য নিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে প্রেরন করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর













