বাংলাধারা প্রতিবেদক »
৮৬ ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে নিভেছে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর আগুন। আজ (৮ জুন) সকাল সাড়ে ১১টায় সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের প্রধান লেফট্যানেন্ট কর্নেল মো. আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আগুন সম্পূর্ণ ভাবে নিভে গেছে। ডিপোতে কোথাও আর আগুন জ্বলছে না।
লেফট্যানেন্ট কর্নেল আরিফ আরও বলেন, ‘যে কন্টেইনার গুলোতে গার্মেন্টস পণ্য আছে সেগুলোতে পানি দেওয়ায় সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে কোথাও আগুন সক্রিয় অবস্থায় নেই।’
উল্লেখ্য গত ৪ জুন সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ড থেকে হওয়া ভয়াবহ বিস্ফোরণে ফায়ার সার্ভিসের নয় কর্মীসহ মৃতের সংখ্যা এখন ৪৪ জন। আহতের সংখ্যা প্রায় চার শতাধিক। গুরুতর আহতদের ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।













