ফটিকছড়ি প্রতিনিধি »
ফটিকছড়ি উপজেলার দাঁতমারায় কংকর ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়েছে পোল্ট্রি ফার্মে। এতে ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হন এবং ফার্মে থাকা ২ শতাধিক মুরগি পিষ্ট হয়ে মারা গেছে। আহতদের স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৪ টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ফার্মের মালিক আলমগীর হোসেন (৩৩) বাংলাধারাকে বলেন, ‘আমি গত দুই মাস আগে ১ হাজার মুরগির বাচ্চা নিয়ে পোল্ট্রি ফার্মটি শুরু করি। স্বপ্ন ছিল এই ছোট ফার্মটিকে ধীরে ধীরে বড় ফার্মে রূপান্তরিত করব। কিন্তু এখন আর তা হলো না, আমাকে পথে বসিয়েছে ঘাতক ট্রাক ড্রাইভার। সব মিলিয়ে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আমার ক্ষতিপূরণ চাই। ফার্ম থেকে ৮-১০ ফুট দূরেই আমার ফার্মে কেয়ারটেকার ঘুমিয়েছিলেন, আল্লাহর রহমতে উনি প্রাণে রক্ষা পান।’
স্থানীয়রা জানান, গতকাল (মঙ্গলবার) একই জায়গায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একদিন না যেতেই আজ সকালে এই দুর্ঘটনা।
তারা বলেন, ‘গত ৩ মাস আগেও এ জায়গায় চারটি পরিবারের বসত বাড়ি ছিল। যদি বসতবাড়ি গুলো এ জায়গায় থাকতো তাহলে আজকের এই দুর্ঘটনার ফলে কমপক্ষে ৩-৪ জন মানুষ নিহত হতো।’
এদিকে গাড়ির মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। পোল্ট্রি ফার্মের মালিকপক্ষ যোগাযোগ করলে এসে মীমাংসা করার বার বার আশ্বাস দিলেও, মালিকপক্ষের কারো দেখা এখনো পান পোল্ট্রি ফার্ম মালিক। ক্ষতিপূরণ না দিলে আইনি সহায়তা নিবেন বলে জানান ফার্মের মালিক আলমগীর হোসেন।













