চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে হেনস্তা করার ঘটনার বিচার দাবিতে দফায় দফায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এসব মানববন্ধনে যোগ দেন।
বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন করেন। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রশাসনিক ভবনের সামনে দ্বিতীয় দফা মানববন্ধন করেন।
এরপর শহীদ মিনার প্রাঙ্গণে প্রগতিশীল ছাত্র জোট তৃতীয় দফা মানববন্ধন করে। পরে দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশও আরেক দফা মানববন্ধন করে।
মানববন্ধনে শিক্ষার্থীদের বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাতে দেখা যায়। এসময় ‘ভিসি যেখানে নারী, সেখানে অনিরাপদ কেন আমি?’ ‘সুবোধ তুই পালিয়ে যা, তোর ভাগ্যে নিরাপত্তা নাই’, ‘নিরাপদ ক্যাম্পাস চাই, নাম অবশ্যই প্রশাসনের জানা, তবে মামলা কেন অজ্ঞাতনামা’ স্লোগান দেন তারা।

শিক্ষার্থীরা বলেন, আমরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আজ অবস্থান নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর সঙ্গে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আমরা এর সুষ্ঠু বিচার চাই।
রসায়ন বিভাগের ছাত্রী সাজিয়া আহমেদ বলেন, ‘যে ঘটনার বিচার চার ঘণ্টার মধ্যে হওয়ার কথা ছিল সে ঘটনার চার দিন পেরিয়ে গেলেও প্রশাসন কিছু করতে পারেননি। ক্যাম্পাসকে আমরা আমাদের বাড়ির মতো মনে করি। এখানে প্রশাসন আমাদের অভিভাবক। আমাদের বাড়িতে আমাদের আমাদের অভিভাবকরাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এ রকম অভিভাবক থেকেই বা কী লাভ?’
প্রক্টর রবিউল হাসান ভুইঁয়া বলেন, আমাদের অভিযোগ গ্রহণ কমিটি ঘটনাটির সকল তথ্য সংগ্রহ করেছে এবং অভিযুক্ত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।
বাংলাধারা/ এসএস













