লোহাগাড়া প্রতিনিধি »
নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে সম্প্রতি লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) আমিরাবাদস্থ একটি কার্যালয়ে নিসচা লোহাগাড়া শাখার নেতৃবৃন্দদের নিয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
শেষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিসচা লোহাগাড়া শাখার আহ্বায়ক মোজাহিদ হোসাইন সাগর ১১ দফা দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে- ১. দক্ষিণ চট্টগ্রাম বিশেষ করে লোহাগাড়া অঞ্চলের দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে জনসচেতনতা মূলক রোড-সাইন প্রদান,
২. সামান্য বৃষ্টিতেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিভিন্ন জনবহুল ও গুরুত্বপূর্ণ অংশে খানাখন্দের সৃষ্টি হওয়া দক্ষ ও টেকসই উন্নয়ন কাজের পরিপন্থি। সড়ক দুর্ঘটনা রোধে ঈদ-উল-আযহার আগে সৃষ্ট খানাখন্দ সংস্কার।
৩. অদক্ষ চালকদের মাধ্যামে চালিত ও ফিটনেস বিহীন যাত্রীবাহী লেগুনা পরিবহন, তিন চাকার বাহন, ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রশাসনের ব্যবস্থা নেওয়া।সেই সাথে লোহাগাড়া-চকরিয়া, লোহাগাড়া-কেরানীহাট মিনিবাস সার্ভিস চালুতে প্রশাসনিক ও জনপ্রতিনিধিদের উদ্যোগ নেয়া।
৪. রাতের বেলা মহাসড়কে চলাচলকৃত ব্যাটারি চালিত রিক্সায় নিষিদ্ধ হেডলাইটের ব্যবহার সড়ক দুর্ঘটনার অন্যতম একটি কারণ। প্রশাসনের কাছে এই বিষয়ে হস্তক্ষেপ কামনা।
৫. গণমাধ্যম ও প্রচারমাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়াতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা।
৬. সকল সিগন্যাল পয়েন্টে বৈদ্যুতিক সিগন্যাল স্থাপন করা।
৭. সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের সরকারি পৃষ্ঠপোষকতায় পুনর্বাসন ও চিকিৎসার খরচ যোগানের ব্যবস্থা করা।
৮.দক্ষিণ চট্টগ্রামে নির্মিত একমাত্র ট্রমা সেন্টার “লোহাগাড়া ট্রমা সেন্টার” দ্রুত চালু করার মাধ্যমে আহতদের চিকিৎসা দিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করা।
৯. যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, হেলমেট বিহীন মোটরসাইকেল চালক ও গাড়ী চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলা চালকদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া।
১০. চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি চার-লেনে উন্নিত না হওয়া সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান একটি কারণ।এই যোগাযোগ সড়কটি দ্রুত চার-লেনে উন্নিত করে সড়ক দুর্ঘটনার হার কমিয়ে আনা।
১১. বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলাচল, জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের দাবী জানানো হয়েছে।
অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই লোহাগাড়া শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ