২৮ অক্টোবর ২০২৫

নিরাপদ সড়ক দিবসে বার আউলিয়া হাইওয়ে থানার র‌্যালি

সীতাকুণ্ড প্রতিনিধি »

চট্টগ্রামের সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ আয়োজনে ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’— এই স্লোগানকে বাস্তবায়নে মহাসড়কে সড়ক নিরাপদ দিবস র ্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন জাহাঙ্গীরের নেতৃত্বে স্হানীয় জনসাধারণ, থানার পুলিশ সদস্যসহ নিরাপদ সড়ক দিবস উপলক্ষে থানার প্রাঙ্গণ থেকে র ্যালি বের করা হয়। র‌্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা চত্বরে এসে সম্পন্ন হয়। এতে উপস্হিত ছিলেন, থানার এসআই মো. জসিম, এসআই আলমগীর, কাজী সরোয়ার জাহান টুটুল, আব্দুল করিম ও রহিম প্রমুখ।

হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, একটি পরিবারের একমাত্র রোজগারের অবলম্বন একজন গাড়িচালক বা বাইকচালক যখন রাস্তায় ড্রাইভ করে তখন তাকে স্মরণ রাখতে হবে তিনি বাচঁলে পুরো পরিবার বাচঁবে, নিজে বাঁচি পথচারী-যাত্রীকে বাঁচাই, বছরে হাজারেরর অধিক লোক দুর্ঘটনায় মারা যায়। একবার ভাবুন তাদের সংসারের কথা, আসুন আমরা সতর্ক সহকারে গাড়ি চালাই। নেশা পান থেকে বিরত থাকি।

আরও পড়ুন